প্রকাশিত: ১৫/০৭/২০২২ ৭:৫১ পিএম , আপডেট: ১৫/০৭/২০২২ ৭:৫৪ পিএম


এটুআই ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
এটুআই ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেক নাগরিক ও গ্রামকে স্মার্ট করে গড়ে তোলা হবে। ২০৪১ সালের মধ্যে দেশকে উদ্ভাবনী, সাশ্রয়ী ও উন্নত স্মার্ট দেশে পরিণত করা হবে।

কক্সবাজারের উখিয়ায় একসেস টু ইনফরমেশন (এটুআই) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ডিজিটাল তুলাতুলি ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন তিনি।

সভায় জানানো হয়, এফএও’র ডিজিটাল ভিলেজ উদ্যোগ কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে তথ্য বিনিময় এবং জ্ঞান আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। সেইসঙ্গে এটিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি কৃষির আধুনিকীকরণ এবং আয় বৃদ্ধির জন্য এটি সবার কাজে আসবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশীষ রঞ্জন নাথ, আইসিটি ডিভিশন এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, রেজওয়ানুল হক জামি, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।

প্রসঙ্গত, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য অনলাইনে সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে বাজারজাতকরণে ডিজিটাল ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার স্থাপন করছে সরকার

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...