
এম,এস রানা:
দিন দিন ভয়ংকর জীবনঘাতী দানব হয়ে উঠছে ব্যাটারী চালিত টমটম।প্রতিদিন কোন না কোন ভাবে টমটম নামক এই ব্যাটারী চালিত গাড়ির ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নিরহ হাজারো পথচারী। গত দুইদিনে এই টমটম নামক অবৈধ গাড়ির দুর্ঘটনার শিকার হয়ে উখিয়া টেকনাফে অকাল মৃত্যু বরন করেছে ৩ জন।
গত ৯ ডিসেম্বর কক্সবাজার শহরে প্রানঘাতী বেপরোয়া টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়ে ১০ ডিসেম্বর চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রামু উপজেলা বিএনপির সভাপতি,খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের দুবারের সফল সাবেক চেয়ারম্যান রামু সম্ভাবনাময় রাজনৈতিকবিদ এস,এম ফেরদৌস ( ৬০)। একই ভাবে ৯ ডিসেম্বর উখিয়া কোটবাজার সৈকত রোডে টমটমের ধাক্কায় নিহত হয় জালিয়াপালং জুম্মাপাড়া গ্রামের হাছান আহমদ (৫০)। এদিকে গত ১০ ডিসেম্বর টেকনাফ উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাংয়ের নুরানী মাদ্রাসার ছাত্র শেখ আহমদ (১০) ঘাতক টমটমের ধাক্কায় মারা যায়।
বর্তমানে কক্সবাজারের সংবাদপত্র গুলোর পাতা উল্টালেই চোখে পড়ে বেপরোয়া টমটম দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের খবর।
সড়ক,মহা সড়কে গাড়ি চলানোর অভিজ্ঞতার অভাব,অল্প শিক্ষিত ও আনাড়ী চালকদের কারনে প্রতিনিয়ত অহরহ টমটম দুর্ঘটনা ঘটে চলছে।
সরকার অবৈধ এ টমটম গাড়ীর মহা সড়কে চলাচলের উপর নিষেধাজ্ঞাজারী করলেও থানা পুলিশকে মোটা অংকের উৎকোচ দিয়ে নির্ভীগ্নে চরাচল করছে প্রানঘাতি অবৈধ টমটম। একদিকে দেশের বিদ্যুৎ খাতের বারোটা বাজাচ্ছে। ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম কারন টমটম। অন্যদিকে সড়কে প্রানঘাতি দানব হয়ে নিরহ পথচারীদের চরম আতংকের কারন হিসেবে আবির্ভুত হয়ে উঠছে। এছাড়াও জেলার গুরুত্বপুর্ন ষ্টেশন ও শহর সুমহে তীব্র যানজটের প্রধান কারন অবৈধ এ টমটম। হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম এম এ বলেন দেশের বিভিন্ন সড়কে চলাচলরত প্রশিক্ষন প্রাপ্ত চালককে গাড়ি চালানোর অনুমতি দিলেও টমটম চালকদের তেমন কোন প্রশিক্ষনের ব্যবস্থা নেই যার কারনে অনেকে গাড়ি চালানোর নিয়াম কানুন জানে না। বলতে গেলে টমটম মালিক বা টমটম সংগঠন গুলো দক্ষতার কোন ধার ধারেনা। টাকার লোভে অনভিজ্ঞ চালকদের হাতে তুলে দেয়ার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে আনাড়ী চালকরা। প্রশাসনের উচিত এখনই টমটম নামক ঘাতকযানের লাগাম টেনে ধরা, তা না হলে এভাবে দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ।
তরুন সংবাদকর্মী শহিদ রুবেল বলেন, জীবন চলার তাগিতে টমটম গাড়ি আমাদের যাতায়তের জন্য প্রয়োজন হলেও অদক্ষ ও আনাড়ী চালকদের কারনে এই ত্রিচক্র যান টমটম এখন অভিশাপে পরিনত হয়েছে। প্রশাসনের উচিত সকল টমটম চালকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, এ ব্যপারে টমটম সংগঠন গুলোকে বাধ্য করতে হবে। তাহলেই টমটমের ভয়াবহতা থেকে সাধারন পথচারি কিছুটা হলেও রক্ষা পাবে।
পাঠকের মতামত