প্রকাশিত: ০৬/০৭/২০২০ ৯:৩৭ পিএম , আপডেট: ০৭/০৭/২০২০ ১১:৪৪ এএম

গত ২ জুলাই দৈনিক মুক্তির বাণী ও দৈনিক কালের কল্লোল পত্রিকায় প্রকাশিত সংবাদে “রামুর গর্জনিয়ার কিশোর গ্যাংয়ের শীর্ষ ঔনেতা শহিদ কর্তৃক মাদ্রাসা ছাত্র কায়ছারকে হত্যার হুমকি ও গর্জনিয়াতে শীর্ষ ইয়াবা সন্ত্রাস শহিদ কর্তৃক অতর্কিত হামলার শিকার মাদ্রাসা ছাত্র কায়ছার সংবাদটি আমার দৃষ্টিগোচল হয়েছে।
মূলত বিষয় হচ্ছে পারিবারিক ভাবে চাচাতো ভাই কায়ছারের সাথে ঝগড়া হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কে অপব্যবহার করে তিল কে তাল বানিয়ে উল্টাপাল্টা সংবাদ পরিবেশন করে। উক্ত
সংবাদে আমাকে নিয়ে যা সাজাঁনো হয়েছে তা, সম্পূর্ণ ভূয়া মিথ্যা ও ভিত্তিহীন, সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই।
আমাকে ও আমার পরিবারকে হয়রানি করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।
এদিকে নিজেকে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে দিয়ে উল্টাপাল্টা নিউজ করে নিরহ মানুষকে হয়রানি করে আসছে, আমার ধারণা মতে সাংবাদিক ফোরামের সম্মান ক্ষুন্ন করতেছে।
যাচাইবাছাই না করে সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, এবং এই মিথ্যা ও মনগড়া সংবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ শহিদুল ইসলাম
পিতাঃ শামশুল হক সিকদার
সাং: বোমাংখিল (৮) ওয়ার্ল্ড গর্জনিয়া রামু কক্সবাজার।

পাঠকের মতামত

হিমছড়ি সৈকতে স্নানে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, সাগরে নিখোঁজ ২ জন

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় ...