প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৪:২৮ পিএম

গত ২৩ মার্চ/২০২০ ইং তারিখ উখিয়া নিজ ডটকম এবং ২৬ মার্চ/২০২০ ইং তারিখ নিউজ জানার্ল নামক অনলাইন নিউজ পোর্টাল রোহিঙ্গা ক্যাম্পে ‘হোপ ফাউন্ডেশনের’ শওকত আলীর সিন্ডিকেট বাণিজ্য শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ করছি আমি নিম্ন স্বাক্ষরকারী। হোপ ফাউন্ডেশনে ফর উইমেন এন্ড চিলড্রেন অফ বাংলাদেশ দেশের মাতৃ, নবজাত ও শিশু মুত্যুর হার কমিয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরকারের এই সংশ্লিষ্ঠ কাজে সহায়তা করতে হোপ ফাউন্ডেশেন সদা প্রস্তুত এবং সেই লক্ষ্যেই হোপ হসপিটাল কাজ করে যাচ্ছে। একই ভাবে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে হোপ ফাউন্ডেশন মাতৃ, নবজাত ও শিশু মুত্যুর হার কমানোর লক্ষ্যে এবং সাধারন রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়াও উখিয়া থানা এলাকার হলদিয়া পালং. রত্নাপালং, পালংখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত গর্ভবতী, নিরাপদ ডেলিভারী ও প্রসব পরবর্তী মায়েদের সেবা প্রদানের লক্ষ্যে হোপ ফাউন্ডেশন কাজ করে যচ্ছে। অন্যদিকে বাড়ীতে অদক্ষ দাই- ধাত্রীর মাধ্যমে বাচ্চা প্রসব করানোর ফলে মা ও বাচ্চার মৃত্যুর ঝুঁকির পাশাপাশি নানান জটিলতার সৃষ্টি হয় আর এর মধ্যে অন্যতম জটিলতা হলো মায়েদের প্রসবজনিত ফিস্টুলা। হোপ হসপিটাল অত্যন্ত দক্ষতার সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ফিস্টুলার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। প্রতি বছর গড়ে প্রায় ৯০ জন ফিস্টুলা রোগী হোপ হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন যাপন করছে। মূলত হোপ ফাউন্ডেশনে কর্মরত বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী উখিয়া থানা এলাকার। একটি কু-চক্রী মহল ইর্ষা পরায়ন হয়ে হোপ ফাউন্ডেশনের বিরুদ্ধে সিন্ডিকেট বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, হাসপাতালগুলোতে রোগীর চেয়ে কর্মকর্তা ও কর্মচারী বেশির ঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ করছি।

প্রতিবাদকারী
মোঃ শওকত আলী
সিনিয়র ম্যানেজার- হোপ ফাউন্ডেশনে ফর উইমেন এন্ড চিলড্রেন অফ বাংলাদেশ,
ফিল্ড অফিস, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

কক্সবাজারে ভোটকেন্দ্রে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা মাদ্রাসাছাত্র

কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভোটকেন্দ্রে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ...

কুতুবদিয়া উপজেলায় ব্যারিস্টার হানিফ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ...