প্রকাশিত: ০১/১২/২০১৬ ৯:০১ পিএম

গত ৩০ নভেম্বর দৈনিক আলোকিত উখিয়া নামক পত্রিকায় প্রকাশিত উখিয়ায় চৌকিদারের বিরুদ্ধে ধর্ষন মামলা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় ইহার জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদপত্রে রোখিয়া বেগমকে ধর্ষনের কথা উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা হাস্যকর। যেখানে তার সাথে আমার কোন যোগাযোগ নেই সুতরাং তাকে ধর্ষন করার প্রশ্নেই উঠে না। প্রকৃত ঘটনা হচ্ছে রোখিয়া বেগম আমার দ্বিতীয় স্ত্রী ছিল। সাংসারিক জীবনে আমাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় আমরা উভয়ে অদূর ভবিষ্যত ভাল মন্দ বিবেচনা করে স্ব-স্ব সিদ্ধান্তক্রমে গত ০৯/০১/২০১৪ইং তারিখ কক্সবাজার নোটারী হলফ নামা মূলে বিয়ে বিচ্ছেদ করি। যার নং- ৫২৩।

পরে জালিয়াপালং ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিগত ০৩/০৯/২০১৪ইং তারিখ দ্বিতীয় স্ত্রী রোখিয়া বেগম আমার নিকট হতে দেন মোহরনা বাবদ নগদ অর্থ গ্রহণ করে আপোষ তালাক নামা সম্পাদন করে। এছাড়াও বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার দাবী দাওয়া নাই মর্মে স্বীকার করে তিনি (দ্বিতীয় স্ত্রী) আমাকে নাদাবী পত্র প্রদান করেন। ঠিক এমতাবস্থায় গত ৩০/১০/২০১৬ইং তারিখ তালাক প্রাপ্ত স্ত্রীকে ধর্ষন করছি মর্মে আদালতে আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ সাজানো নাটক। একটি কু-চক্রীমহলের ইন্দনে উক্ত মহিলা আমাকে হয়রানী ও ব্যাকমেইল করার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে এলাকার চিহিৃত মানবপাচারকারী, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদেরকে গ্রেফতার অভিযানে আমি ৪নং ওয়ার্ডের চৌকিদার হিসাবে থানার পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করায় ক্ষুদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীরা আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার কু-মানষে এই মহিলাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি এহেন মিথ্যা সংবাদের জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী-

আবু ছিদ্দিক (চৌকিদার)

পিতা- আব্দুর রশিদ

গ্রাম- ডেইল পাড়া, ৪নং ওয়ার্ড

জালিয়াপালং, উখিয়া।

পাঠকের মতামত

আরসার প্রধানকে মুক্ত করতে বাংলাদেশি নৌকা ছিনতাইয়ের আহ্বান রোহিঙ্গা যুবকের

মায়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান জুনুনীর মুক্তির দাবিতে রোহিঙ্গাদের ঝাঁপিয়ে পড়তে ...

খুনিদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলো জনতা উখিয়ায় নিহত কামাল মেম্বারের জানাজায় শোকাহত মুসল্লির ঢল

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন ...

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ...