প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৭:৫৮ এএম

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় যোগ্যরা অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন। সোমবার তিনি বলেন, তাদের জিপিএ পুনঃনিরীক্ষণের আগের ও পরের ফলসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অফিসে আসতে হবে। তবে ন্যূনতম জিপিএ পেয়েও ফল বাড়ানোর জন্য পুনঃনিরীক্ষার আবেদন করেছেন এমন কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন না করে থাকলে এই সুযোগ নিতে পারবে না বলে জানান তিনি।

‘যারা এর মধ্যেই ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ পেয়েছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে তাদেরকে অবশ্যই ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।’ পুনঃনিরীক্ষায় তাদের জিপিএ বাড়লে তা যোগ করতে প্রমাণসহ সরাসরি ভর্তি কমিটির অফিসে যোগাযোগ করতে হবে বলে জানান উপাচার্য। খবর বিডিনিউজের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন সোমবার শুরু হয়েছে, যা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ভর্তি পরীক্ষার ফি এর পরদিন পর্যন্ত জমা দেওয়া যাবে। আর গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। এই ফল পুনঃনিরীক্ষার জন্য আগামী ১৯ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে নির্দিষ্ট ছাঁচে এসএমএস পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন শেষ হওয়ার অন্তত একমাস পর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার। তিনি বলেন, পুনঃনিরীক্ষার ফলে যারা ভর্তির যোগ্য হবেন তারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পাঠকের মতামত

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি ...

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, তথ্য উপদেষ্টার মধ্যরাতের ঘোষণা

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। মধ্যরাতে এ ...

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে। এ পদে সরকারি কর্মকর্তাদের যুক্ত করার ...