বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর ৯ কর্মী
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ জামায়াতে ইসলামীর ৯ কর্মী। শনিবার ...
রাঙামাটিতে পাহাড়ধসে নিহত দুই সেনা কর্মকর্তা মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীরকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
এছাড়া অন্য দুইজন সেনা সদস্যে করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক শাহীন আলমের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।
গতকাল বুধবার হেলিকপ্টারযোগে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। পরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ভোরে মানিকছড়িতে পাহাড়ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পাঠকের মতামত