প্রকাশিত: ১৭/০৩/২০১৭ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন- র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়েছে। এতে বোমা বহনকারী ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, নামাজের সময় হাজী ক্যাম্পের পাশে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে এক ব্যক্তি প্রবেশ করেন। এসময় র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...