প্রকাশিত: ১০/০৩/২০২০ ১১:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::

যে ইউনিয়নে জনগনের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেই ইউনিয়ন বিলুপ্ত চান গফুর উদ্দিন চৌধুরী। রোহিঙ্গা আসার পর থেকে নিজ ইউনিয়ন পরিষদ কার্য্যালয় আইনশৃঙ্খলা বাহিনী দখলে থাকার কারনে বিরক্ত তিনি। তাই মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্টিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রকাশ্যে সবার উপস্থিতিতে নিজ ইউনিয়ন পালংখালী ইউনিয়ন পরিষদ বিলুপ্ত চাইলেন তিনি।

তিনি বলেন,যে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে নিজে বসতে পারিনা,জনগনকে সেবা দিতে পারিনা,সেই ইউনিয়ন পরিষদ থেকে লাভ কি? আমি আমার ইউনিয়ন বিলুপ্ত চাই। কারন কার্য্যালয় ছেড়ে দোকানে বসে বসে,পথে বসে বসে আমাকে যারা ভোট দিয়েছে তাদের কাজ করতে হচ্ছে। আমি আমার ইউনিয়ন পরিষদটি খালি করে দেওয়ার জন্য বারবার বলেছি,রোহিঙ্গা সমস্যার শুরু থেকে আজ অবদি বলে যাচ্ছি, কিন্ত আমার কথা কেউ শুনেছে না,এভাবে কি একটি ইউনিয়ন চলতে পারে,তিনি প্রশ্ন রাখেন?

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর এ বক্তব্যের জবাবে কমিটির সভাপতি উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, পালংখালী ইউনিয়নের সমস্যার বিষয়টি আমি উধ্বর্তন কতৃপক্ষকে অবহিত করবো। অচিরেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা রঞ্জন কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, পালংখালী ইউনিয়নের গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন সহ সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...