প্রকাশিত: ২২/০৬/২০১৭ ১১:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কর্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক নির্বাচিত ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শপত বাক্যপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি বলেন- ‘প্রধানমন্ত্রী নৌকা প্রতিক মনোনয়ন দিয়েছেন। আর জনগণ নৌকা মার্কার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী, এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই’। তিনি আরো বলেন- এক সময় অভিজ্ঞ নেতৃত্ব বান্দরবানে ছিলনা। এখন নতুনরা সেই যোগ্যতা অর্জন করেছে। আগামীতে তারা প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন- সরকারী কর্মকর্তার ন্যায় একজন চেয়ারম্যানের কাজ করার নির্দেশনা রয়েছে। অনেক কাজ করার ক্ষমতা আছে তাদের। এরমধ্যে ১নং কর্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। আশা রাখবো আইন শৃংখলা রক্ষায় নব নির্বাচিত চেয়ারম্যান সব সময় কাজ করবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। উন্নয়ন কর্মকান্ড সব কিছু চেয়ারম্যানের মাধ্যমে হয়। সে হিসাবে জনগণের প্রতিজ্ঞা পূরণ করার সুযোগও রয়েছে ইউপি চেয়ারম্যানদের। চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী তাঁর বক্তব্যে এলাকার সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্তব্যকালীন সময়ে সকলের সহযোগিতা প্রত্যাশা এবং পার্বত্য প্রতিমন্ত্রীসহ জেলা আওয়ামীলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শপত বাক্য পাঠ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহামদ মাকসুদ চৌধুরী।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...