প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৫:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ এএম

এক হতভাগা মায়ের কথা বলছি……

এক হতভাগা মায়ের পক্ষ থেকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

আজ এক হতভাগা মায়ের মুখ থেকে আপনার সহযোগিতার হাত এর গল্প শুনে দেশে যে সুশাসন রয়েছে তা উপলব্ধি করতে পেরেছি। কিন্তুু দুঃখের ব্যাপার যে হতভাগা মায়ের জন্য আপনি হাত বাড়িয়ে দিয়েছিলেন,যিনি আজ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরছেন সে হতভাগা মা আজও নির্যাতিত ও নিপীড়িত। আপনার মাধ্যমে সে হতভাগা মা সুষ্ঠ বিচারের স্বপ্ন দেখছেন এবং আপনার জন্য দোয়া করছেন। আজ উখিয়াতে সেই হতভাগা মায়ের সাথে আমার দেখা এবং তিনি আমাকে নিজের কষ্টের কথা তুলে ধরেন এবং ব্যক্ত করেন আজ ০২/৪/১৮ বিকাল ৪ টায় হতভাগা মায়ের শেষ সম্বল ভিটা মাটি এবং নিজের ও নিজের ২ মেয়ের নিরাপত্তার জন্য থানায় বিচারে বসবেন। আমি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং আশা করছি যে হতভাগা মাকে আপনি বাঁচার স্বপ্ন ও সুবিচারের স্বপ্ন দেখিয়েছিলেন সে হতভাগা মায়ের পাশে আপনি থাকবেন।
আমি আশা করছি যারা এ হতভাগা মায়ের উপর পাশবিক নির্যাতন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

গর্বিত আপনার মত একজন প্রজাতন্ত্রের সেবক পেয়ে।

হতভাগা মায়ের নাম: আনোয়ারা বেগম।
স্বামী: মৃত.গুরা মিয়া ড্রাইভার।
ঠিকানা: ধুরুমখালী নতুন পাড়া,৩নং হলদিয়া পালং ইউনিয়ন,উখিয়া,ককসবাজার।

 

লেখাটি মাহফুজুর রহমান মামুনের ফেইসবুক ওয়াল থেকে সংগৃহিত

পাঠকের মতামত

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...