প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (৩০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার বিহারীপাড়া মোড়ে (গুরগোল্লার মোড়) সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, ইমন জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। রাত ১১টার দিকে তিনি শহরের গুরগোল্লার মোড়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি গুলিই তাঁর বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ইমন গুরগোল্লার মোড়ে বসে লুডু খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। খুনিদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...