প্রকাশিত: ১০/০৩/২০১৭ ৬:৩৯ পিএম

নিউজ ডেস্ক: :

জন্মগতভাবে দুটি হাত ও একটি পা নেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ফজলুর রহমানের। কিন্তু প্রবল ইচ্ছা শক্তি দিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে।পিএসসি তে জিপিএ ২.১৭ ও জেএসসি তে জিপিএ৩.৭৫ পায়।

সে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মিটুয়ানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্র ফজলু একই ইউনিয়নের চক গোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

ফজলুরের সাথে কথা বলতেই তার দুই চোখের পানিতে ভিজে যায়। বলে, ‘আমি যখন স্কুলে যাই অনেক কষ্ট হয় প্রতিদিন যাওয়া আসা ৩ কি মি রাস্তা হয়। ১ পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাই। আর আমার বোন যেদিন স্কুলে যায় না সেদিন আর কেউ আমার বই নেয় না আমার স্কুলে যাওয়া হয় না।আবার বৃষ্টি হলে স্কুলে যেতে পারি না।আমার প্রায় সব কাজ মা করে দেন। তবে আমাকে যদি সবাই লেখাপড়া করার জন্য সাহায্য করে তাইলে আমি লেখাপড়া শেষ করে প্রতিবন্ধীদের জন্য কাজ করবো।’

ফজলুর বাবা সাহেব আলী বলেন, ‘অভাব অনটনের সংসার যা রোজগার করি তা দিয়ে সংসার চালেই হিমশিম খাই। ফজলুর লেখাপড়া ভাল করলেও আমার টাকা না থাকা ওকে অনেক বই কিনে দিতে পারি না। ফজলুরের প্রতিবন্ধী কার্ড আছে ওখান থেকে কিছু হলেও লেখাপড়া করার কাজে লাগে। জমি বলতে ৪ শতাংশ বাড়ি। সারাদিন অন্য ক্ষেত্রে কাজ করি ১৫০/২০০ টাকা পাই তা দিয়ে ৯ জনের সংসার চালাই।’

ছোটবোন আসমা খাতুনই ফজলুকে স্কুলে যাতায়াতে সাহায্য করে। সেও ভাই ফজলুর সঙ্গে এক ক্লাসে লেখাপড়া করে। ।

বাবা-মা, দুই ভাই ও চার বোন নিয়ে তাদের সংসার। তিন বোনের বিয়ে হয়েছে। বড় ভাই তাঁতের কাজ করে। বাবা-মা দিন মজুর।

মা সারা খাতুন এই প্রতিবেদককে বলেন, ‘২০০০ সালের ফজলু বিকলাঙ্গ অবস্থায় জন্ম নেয়। আমরা স্বামী-স্ত্রী কেউ লেখাপড়া জানি না। ছোট মেয়ে আসমা ফজলুকে লেখাপড়া করায়। ফজলুর দুহাত ও এক পা না থাকলেও কিছু কিছু কাজ নিজেই করতে পারে বলে জানান তিনি।’

মিটুয়ানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) আইয়ুব আলী জানান, ২০১৪ সালে ফজলু এই বিদ্যালয়ে ভর্তি হয়। সে লেখাপড়ায় ভালো, স্মরণশক্তিও প্রখর। তারা দুই ভাইবোন আমাদের স্কুলেই লেখাপড়া করে।

সবার সহযোগিতায় পেলে ফজলু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারবে সকলের বিশ্বাস।

তার সহযোগীতায় এগিয়ে এসেছে মামুন বিশ্বাস। যিনি ফেইসবুকের মাধ্যমে সমাজের অসহায়, দুস্থ, প্রতিবন্ধীদের সাহায্য করে আসছেন। তিনি ফজলুলের লেখাপড়ায় সহযোগীতা চেয়েছেন সমাজের সচ্ছল ও বিত্তবান লোকদের কাছে। আপনিও সহযোগীতা করতে পারেন। সহযোগীতার জন্য যোগাযোগ করুন, মামুন বিশ্বাস।মোবাইল: ০১৭২২৩৭৮৪৬১

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...