
হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলোকে যেখানে একত্রিত ও শক্তিশালী করা হচ্ছে,সেখানে উখিয়া-টেকনাফের চিত্র ভিন্ন রুপ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ শাশুড়ের পাশে গিয়ে দাড়াঁলেন স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি। এ নিয়ে ফেসবুকে ব্যাপক লেখালেখি, চলে রাজনৈতিক খেলা। অসুস্থ মানুষটির জন্য যেখানে দোয়া করার কথা সেখানে তাকে নিয়ে চলে বির্তক। আব্দুর রহমান বদি এমপিকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। গত ৪ জুলাই অসুস্থ হামিদুল হক চৌধুরীকে দেখতে গেলেন সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লিখেছেন,ছোট ভাই হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ।
এখন ঢাকার একটি উন্নত মানের হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তাকে সুস্থ করে দিন। আমিন। মুহুর্তেই উখিয়া -টেকনাফ তথা পুরো কক্সবাজারের রাজনৈতিক সচেতন মহল এ সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখেছেন। কিন্তু বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে নিতে পারেননি অনেকে। উখিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আগামী নির্বাচনে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন,এমপি আব্দুর রহমান বদিও ছাড় দিতে নারাজ,তাছাড়া দুজনের মধ্যে অর্ন্তদ্বন্ধের কারণে তর্ক-বিতর্কের ফলে উখিয়া-টেকনাফের রাজনীতিতে টালমাটাল অবস্থায় রুপ নিয়েছে। একে অন্যকে দোষারোপ ও সামাজিক মিডিয়া ফেসবুকের মধ্য দিয়ে রাজনীতির মাঠ সরগরম। এসব কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। আওয়ামী লীগের মধ্যে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েলের চেষ্টা ও দলীয় শৃঙ্খলা এবং ঐক্য না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সব মিলিয়ে ঘরের আগুনেই পুড়ছে আওয়ামীলীগ। দলীয় ও একাধিক সুত্র জানায়,দীর্ঘদিন উখিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতি ছিল সুসংগঠিত এবং অনেক শক্তিশালী। সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদির কার্যকলাপ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরীর অপছন্দ হওয়ায় এবং মাদক বিরোধী উখিয়া-টেকনাফ আওয়ামী লীগের একটি অংশ এমপির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নেতা-কর্মীদের মাঝে দ্বিধাদ্বন্ধ শুরু হয়। এর জের ধরে সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা নাটকীয়তার সৃষ্টি হয় আওয়ামী লীগের মাঝে। আব্দুর রহমান বদি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে নানা কাজে হয়েছেন বিতর্কিত। সর্বশেষ অসুস্থ হামিদুল হক চৌধুরীর পাশে গিয়ে সেলফি তোলা নিয়ে চলে আলোচনার ঝড়।
পাঠকের মতামত