প্রকাশিত: ২০/১০/২০১৮ ১২:৩৮ এএম , আপডেট: ২০/১০/২০১৮ ১২:৫৪ এএম

নিজস্ব সংবাদদাতা :

উখিয়া উপজেলার অন্যতম ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব “ড্রিম উখিয়া ইংলিশ ল্যাংগুয়েজ সেন্টার” এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ক্লাবের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহির রুগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) ১০ টায় উখিয়া পল্লী বিদুৎ অফিসের বিপরিতে লুৎফুর ভবনে ক্লাবের সহ-সভাপতি এমএইচ মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্ত্বব্যের মাধ্যমে অনুষ্টান আরম্ভ হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আম্মান জাকারিয়া।

অনুষ্টানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ক্লাবের প্রশিক্ষক ইব্রাহিম মোস্তফা, হুমায়ন কাইসার মামুন, নিপুল বড়ুয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক কক্সবাজার একাত্তর ও বিডিমর্নিংয়ের উখিয়া প্রতিনিধি সাংবাদিক এম. সালাহ উদ্দিন আকাশ ও উখিয়া ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ভাষা ইংরেজির গুরুত্ব অপরিসীম তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে এ ভাষার চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এই চাহিদার যোগান দিতে সক্ষম হবে “ড্রিম উখিয়া ইংলিশ ল্যাংগুয়েজ সেন্টার”।

এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সদস্য তানজিম, ইলিয়াস, রফিক, শাহাবউদ্দিন হ্দয়, সালাহ উদ্দিন, মরজিনা আক্তার মুন্নি প্রমূখ। অনুষ্টান সঞ্চালনা করেন মোঃ সোহেল।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর হতে ৩ মাস মেয়াদী  “প্রফেশনাল স্পোকেন ইংলিশ কোর্স” শুরু হচ্ছ।

 

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ...

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...