প্রকাশিত: ০২/০২/২০১৭ ৯:০৯ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::

টেকনাফ স্থল বন্দর কাস্টমস গেল জানুয়ারি মাসে ৩৫২ টি বিল অব এন্ট্রির বিপরীতে আমদানী খাতে ১৭ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৬১৮ টাকার রাজস্ব আদায় করেছে। যাহা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৭৭ লাখ ৮ হাজার ৬১৮ টাকা বেশী। জানুয়ারি মাসে সরকারী লক্ষ্যমাত্রা হচ্ছে ৯ কোটি ৯৯ লাখ টাকা।

যে সমস্ত খাত হতে আমদানী রাজস্ব আদায় হয়েছে তা হচ্ছে শুটকী, কাঠ, হলুদ, মসল্লা জাতীয় দ্রব্য, কাঁচা মাছ, আচার, বাঁশ, গোলপাতা এবং পশু আমদানী।

রাজস্ব আদায়ের মধ্যে করিডোর খাতে ২৬ লাখ ৪৮ হাজার টাকা রয়েছে।

অপরদিকে রপ্তানি খাতে ৬৩ টি বিল অব এন্ট্রির বিপরীতে ২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৩৯ টাকা আয় করেছে। যা সরকারী রিজার্ভ ফান্ডে জমা হবে।

মিয়ানমারে রপ্তানি যোগ্য পণ্য হচ্ছে রড, সিমেন্ট, চুল, ষাড়ের ফেনিক্স, কচ্চপ খোলস, প্লাস্টিক, এ্যালমোনিয়া ও ইলেক্ট্রনিক্স ইত্যাদি।

স্থল বন্দরের কাস্টম্স সুপার আব্দুল মান্নান জানান, গত জানুয়ারী মাসে রাজস্ব বন্দর শুরু হতে সর্বোচ্চ রাজস্ব। স্থল বন্দরের আমদানী রপ্তারি কারকদের সহযোগীতার কারনে। কেননা মিয়ানমারে সাম্প্রতিক সময়ের ঘটনার প্রেক্ষিতে আমদানী রপ্তানীর উপর বিরূপ প্রভাব পড়ে। এতে স্থল বন্দরে স্থবিরতা নেমে এসেছিল। এ সময়ে আমদানী রপ্তানি কারকেরা এগিয়ে এসে ব্যবসার পরিধি বাড়িছে। ফলে রাজস্ব আদায় বেড়েছে। ইহা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে রাজস্বের মাত্রা শতকোটি ছাড়িয়ে যাবে বলেও মত প্রকাশ করেন।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...