প্রকাশিত: ২১/১২/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৪ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::tt
টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে গত ৬ মাস ধরে পানি সরবরাহ বন্দ রয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের সরকারী দপ্তর এবং আবাসিক কোয়ার্টার সমুহে পানি সরবরাহের বিষয়টি তদারক, দেখাশোনা ও নিয়ন্ত্রণ করে থাকে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।

টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন বলেন ‘আমার অফিসে পানি সরবরাহ নেই ৬ মাস ধরে। বিষয়টি আমি একাধিকবার ইউএনওকে অবহিত করেছি। কিন্ত তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। কর্ম ব্যস্তময় আমার অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন জরুরী কাজে সম্মানীত মুক্তিযোদ্ধা, বিজ্ঞ আদালত থেকে তদন্তের ঁজন্য প্রেরিত মামলার বাদি-বিবাদী, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন ভাতাভোগী সর্ববয়সী নারী-পুরুষ ও পঙ্গু আসেন। কিন্ত পানির অভাবে আগত লোকজন পেশাব-পায়খানা করতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন’।

এদিকে ১৯ ডিসেম্বর অনুষ্টিত টেকনাফ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন বিষয়টি উত্থাপন করেন। এসভায় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, ইউএনওসহ টেকনাফ পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, সরকারী অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। একজন ১ম শ্রেনীর সরকারী অফিসারের কার্যালয়ে গত ৬ মাস ধরে পানি না থাকার বিষয়টি নিয়ে উপস্থিত সকলে বিব্রতকর অবস্থায় পড়েন। সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ দ্রুত পানি সরবরাহ চালু করার ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আশ্বস্থ করেন।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...