ছৈয়দুল অামিন চৌধুরী, টেকনাফ::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা ফেব্রুয়ারী মাসে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১২ লক্ষ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। এসময় নানান প্রকারের মাদকদ্রব্য ও স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
বিজিবি সুত্রে জানা যায়, বিগত ফেব্রুয়ারী মাসে ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ’র দিক-নির্দেশনায় বিজিবি’র জওয়ানরা ১২ লক্ষ ৩৭হাজার, ৭ ‘শ ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৩৯ কোটি টাকা। যার বিপরিতে বিজিবি ৪২ টি মামলা দায়ের করে ২৮ জন পাচারকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে এবং ৮ জনের বিরুদ্ধে পলাতক অাসামী করে মামলা দায়ের করা হয়।
অপর অভিযানে বিজিবি সদস্যরা সাড়ে ৮’শ ৩১ গ্রাম চোরাই পথে মায়ানমার থেকে আসা স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। আপর এক অভিযানে জওয়ানরা একটি কার্তুজসহ ১ টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে।
ফেব্রুয়ারি মাসে বর্ডার গার্ড সদস্যরা ১৩ লক্ষ টাকা মূল্যমানের ৫’হাজার ২’শ ৬১ পিস বিদেশী বিয়ারের ক্যান, ১’ লক্ষ ১১ হাজার টাকা মূল্যমানের ৩৭০ লিঃ বাংলা মদ, ৭ লক্ষ টাকা মূল্যমানের ৪৭১ লিঃ বিদেশী মদের বোতল, সাড়ে ২১ কেজী গাঁজাসহ ১ জন মাদক বেপারীকে আটক করা হয়।
এ মাসে বিজিবি’র চৌকস জওয়ানরা টেকনাফের আনোয়ারের প্রজেক্ট, ২ নং, ৬নং, ৭ নং স্লুইচ গেইট এলাকা, লম্বাবিল, তুলাতুলি, লম্বাবিল, হাউজের দ্বীপ, কাঁটা খালী, শাহপরীরদ্বীপ গোলাপাড়া এবং বিআরএস-১৭ এর নিকটবর্তী এলাকা দিয়ে মায়ানমার হতে অবৈধভাবে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ১৫ টি নৌকা পতিহত করা হয়েছে।
২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশ পতিহতে সীমান্তে জওয়ানরা
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...
পাঠকের মতামত