প্রকাশিত: ১৯/০১/২০২২ ১০:১৫ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে একসঙ্গে প্রায় দুই কেজি ওজনের চারটি ইলিশ মাছ ধরা পড়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরাসংলগ্ন নাফ নদীতে মাছগুলো ধরা পড়ে। এই ৪টি মাছের ওজন ৭ কেজি ৬০০ গ্রাম, প্রতিটি মাছের ওজন গড়ে ১ কেজি ৯০০ গ্রাম।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার এলাকার জেলে আবদুর রশিদের জালে ইলিশ মাছ চারটি ধরা পড়ে। মাছগুলোর দাম হাঁকা হচ্ছে ১৫ হাজার টাকা।

আবদুর রশিদ বলেন, গতকাল বিকেলে জাল ফেলার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যার দিকে জাল উঠানো হলে একসঙ্গে চারটি ইলিশ মাছ পাওয়া যায়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল হামিদের কাছে তিনি ৪টি মাছ ১০ হাজার টাকায় বিক্রি করেন।

রাত আটটার দিকে আবদুল হামিদ মাছগুলো বিক্রি করতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় আসেন।

তিনি বলেন, প্রায় ২ হাজার টাকা কেজি দরে ৪টি মাছের দাম ১৫ হাজার টাকা চাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তিনি কাঙ্ক্ষিত দামে মাছগুলো বিক্রি করতে পারেননি বলে জানা যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ২০১৭ সালের এপ্রিলে স্থানীয় বিজিবি ইয়াবা পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে স্থানীয় জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর পর থেকে এখন পর্যন্ত নাফ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু কিছু জেলে জীবিকার তাগিদে চুরি করে নাফ নদীতে মাছ ধরছেন।

দীর্ঘ সময় সরকারি নিষেধাজ্ঞা থাকায় নদী ও সাগরে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...