প্রকাশিত: ২৭/০১/২০১৭ ১১:০৪ এএম

মোঃ শহিদুল্লাহ,টেকনাফ::

টেকনাফ বন্দর সংলগ্ন খাল হতে ২৮৮ ক্যান বিদেশী চেঞ্জ ক্লাসিক বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। গত বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ’র একটি টহল দল এসব বিয়ার জব্দ করে। কোস্ট গার্ড পূর্ব জোনাল কমান্ডের কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) ওমর ফারুক জানান, নিয়মিত টহল প্রদানের সময় খালের পাশ দিয়ে দুইজন লোককে দুইটি বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করে। এক পর্যায়ে আবস্থা বেগতিক দেখে লোক দু’টি কাঁধের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তায় তল্লাশী করে মিয়ানমারের চেঞ্জ ক্লাসিক ২৮৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা।

জব্দ করা এসব বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...