উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৮/২০২৩ ৮:৩৫ এএম

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তদের মধ্যে একজন রোহিঙ্গা শরনার্থী।

আটকরা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের ব্লক নং বি/৫ এর বাসিন্দা রোহিঙ্গা একরাম মোল্লা (২২) এবং হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দমদমিয়া এলাকার মো. ইউনুস (২০)।

বুধবার তাদের আটক করা হলেও বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে।

টেকনাফে-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়ার জালিয়ারদ্বীপ এলাকায় টহল দেয় বিজিবির একটি দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের বহন করা বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...