প্রকাশিত: ০৮/০৪/২০১৭ ৮:৫১ এএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ নামে ফুটবল টুর্নামেন্টের পাশে জুয়ার আসর বসেছে বলে অভিযোগ উঠেছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ কমিটি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। তিনি সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বড় ছেলে। টুর্নামেন্টের সহযোগিতাকারী হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা খেলোয়াড় সমিতির নাম ব্যবহার করা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর প্রথম আলোকে বলেন, জাতির পিতার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি খেলার নামে জুয়ার আসর বসিয়েছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। টুর্নামেন্ট আয়োজনে তাঁদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ফুটবল খেলার মাঠটি চারদিকে ঘিরে ফেলা হয়েছে। টিকিটের মাধ্যমে লোকজনকে মাঠে ঢোকানো হচ্ছে। তিনটি স্থানে জুয়ার আসর বসানো হয়েছে। এ সময় ছবি তুললে রবি আলম নামের এক ব্যক্তি তেড়ে এসে ছবিগুলো মুছে ফেলার চেষ্টা করেন। রবি আলম বলেন, মাহবুব মোরশেদকে দৈনিক দেড় লাখ টাকা দিয়ে এই জুয়ার আসর বসানো হয়েছে। টুর্নামেন্টের আয়োজক সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ছেলের নির্দেশে এখানে সবকিছু চলবে। কে বাধা দেবে?’
এ বিষয়ে মাহবুব মোরশেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।’
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ফুটবল খেলার নামে জুয়ার আসর বসেছে এমন খবর পেয়ে পুলিশ মাঠে গেলে জুয়াড়িরা পালিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ বলেন, এই খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

পাঠকের মতামত

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...

ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জালিয়াতি করে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের প্রভাব বলয় কাজে লাগিয়ে কোটি কোটি টাকা মূল্যের ব্যক্তি ...