প্রকাশিত: ২৮/০১/২০১৭ ৯:৫১ পিএম
Single Page Top

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ::
টেকনাফ বাহারছড়ার ইউনিয়নের বড়ডেইল এলাকায় সদ্যবিবাহিত প্রবাসী মৌলভী আনোয়ার হোসাইনের মৃত্যুর খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ হোসাইন বাদি হয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু করেছেন।
এতে ভিকটিমের স্ত্রী সুফিয়া আফরিন লুৎফাকে প্রধান করে আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
স’ানীয় সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সকাল ১০টার দিকে নিহতের মা পারিবারিক দাওয়াতে বেড়াতে যান। ওই দিন বিকাল ৪টার দিকে মৌলভী আনোয়ারকে তার ঘরের মেঝেতে খাটের পাশে অচেতন অবস’ায় পাওয়া যায়। বাড়ির লোকজন তার কপাল, কানের নিচে, পিছনের ঘাড়ে আঘাতের চিহ্ন খেতে পান। ঘটনার বিষয়ে আনোয়ারের স্ত্রী জানান, দরজা ও জানালা বন্ধ করে দুই জনই ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে তার স্বামী খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা স্বাস’্য কমপেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর কথা বিশ্বাস করে তার দাফন সমপন্ন করা হয়।
পরে ঢাকায় অবস’ান করা আনোয়ারের ভাই ডা. শাহাদাত হোছাইন স’ানীয় লোকজনের মুখে নানা কথাবার্তা শুনে তার রুমে তল্লাশি করে খাটের উপরে বালিশ ও তোশকে ভিকটিমের রক্ত ভেজা কাপড়, তোশকের নিচে ৭-৮ ইঞ্চির ধারালো ছোরা এবং ১০-১২ ইঞ্চির একটি রক্তমাখা লোহার হাতল দেখতে পান।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনা তদন্ত করে স্ত্রী সুফিয়া আফরীনকে আটক করে গতকাল শুক্রবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ভিকটিম মৌলভী আনোয়ার হোসাইন (৩৫) দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরব অবস’ান করে সেখানে একটি সৌদি মসজিদে ইমামতি করেছিলেন। দেশে ফিরে এলে গত বছরের ৮ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিবাহ হয়েছিল।

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer