প্রকাশিত: ০২/১০/২০১৮ ২:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে ভাবির সাথে পরকীয়ার জেরে ছোট ভাইকে জবাই করে হত্যাকারী সেই বড় ভাই ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় বাড়িতে স্ত্রীর সাথে পরকীয়ার জেরে আপন ছোট ভাই ঈসমাইলকে (২৮) হত্যা করে মেজ ভাই ফরিদ উদ্দিন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা image (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ছোট ভাইকে হত্যার ঘটনায় আরেক বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এই মামলায় মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পাঠকের মতামত