বন্ধের পথে কক্সবাজার সৈকতের ‘লাইফ গার্ড’ কার্যক্রম
নুপা আলম কক্সবাজার সমুদ্র সৈকতের স্নানরত পর্যটকের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী লাইফ গার্ডের কার্যক্রম বন্ধ হওয়ার ...
হুমায়ূন রশিদ, টেকনাফ
টেকনাফে বিজিবি জওয়ানেরা সড়কে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করেছে।
জানা যায়, গত ১০ আগষ্ট সকাল ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের নাঃ সুবেঃ সিগঃ মোঃ আবু তালেবের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নাজির পাড়ার একরাম মার্কেটে মেইন রাস্তার উপর যানবাহন তল্লাশী করে সাবরাং বাজার হতে আসা একটি সিএনজি তল্লাশী করে নাপিত পাড়ার খোকন শীলের স্ত্রী সুকু শীল (৩২) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২৮ লক্ষ ৪১ হাজার ৬শ টাকা মূল্যমানের ৯ হাজার ৪শ ৭২ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
আটক নারীকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
পাঠকের মতামত