
নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে সাঁতরে নাফ নদীর হওয়ার সময় বিজিবি’র গুলিতে ২ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বিজিবি। তবে পুলিশ বলছে, অজ্ঞাত দু’জনের মৃতদেহসহ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি নিহতরা মিয়ানমারের নাগরিক।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট নামক পয়েন্ট দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় সীমান্তে কর্তব্যরত বিজিবির সদস্য তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। পরে ঘটনাস্থল তল্লাশি করে দু’জনের গুলিবিদ্ধ মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ইয়াবা গুলো জব্দ করেছে।’
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার (১২ জানুয়ারি) খবর পেয়ে পুলিশ টেকনাফের হ্নীলা এলাকার মইনউদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে নাফ নদীর কাছে ২ জনের গুলিবিদ্ধ পড়ে থাকা উদ্ধার করে। এ সময় মরদেহ দু’টির পাশ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা ধারণা করছে, নিহত পাচারকারিরা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিক।
পাঠকের মতামত