প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৭:১৭ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

৩১ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় মিয়ানমারের মংডু টাউনশীপের ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে বিজিবি-বিজিপি ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হবে বলে জানা গেছে। সৌজন্য সাক্ষাৎ ছাড়াও এতে বাংলাদেশ ও মিয়ানমারের স্ব-স্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দু’দেশের সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী ২৯ জুলাই প্রেস ব্রিফিংয়ে জানান, ‘৩১ জুলাই বাংলাদেশ সময় ১১টায় ১নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্ট মায়ানমারে অধিনায়ক টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ২নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক এর মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হবে। উক্ত সৌজন্য সাক্ষাতে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এবং ১০ দশ সদস্যের মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর ভারপ্রাপ্ত অধিনায়ক।

পাঠকের মতামত