মাইলস্টোন ট্র্যাজেডি/ কক্সবাজারের মেয়ে আলবীরা সুস্থ হয়ে উঠছে
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত কক্সবাজারের ছোট্ট মেয়ে রুবাইদা নূর আলবীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শুক্রবার ...
নিউজ ডেস্ক::
টেকনাফের শাহ্পরীর দ্বীপ এলাকার আলোচিত মানব পাচারকারী আব্দুল্লাহ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।২৫ নভেম্বর শনিবার ১১ টার সময় তাকে আটক করা হয়। সে স্থানীয় ডেইল পাড়া এলাকার সব্বির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকার শীর্ষ মানব পাচারকারী আব্দুল্লাহ বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়া ও মিয়ানমান কেন্দ্রীক মানব পাচারের পাশাপাশি ইয়াবা পাচার কাজে জড়িয়ে পড়ে। সম্প্রতি তাকে আটক করতে গিয়ে ধরতে না পেরে তার একটি স্পীড বোটের ইঞ্জিন জব্দ করেছিলো পুলিশ।
এ ছাড়া শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার নৌকার মাঝি গফুর আলম হত্যাকান্ডের সাথেও তার সম্পৃত্ততা রয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
টেকনাফ মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, আটক আব্দুল্লাহর ব্যাপারে একাধিক অপরাধের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শীর্ষনিউজ/
পাঠকের মতামত