প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৯:০৮ এএম

এম.এ আজিজ রাসেল::
কক্সবাজার পৌরসভার বৈধ টমটম মালিকদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৭ মার্চ সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় টমটম চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয় পত্র প্রদান করেন তিনি। জেলা প্রশাসক বলেন, শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভা যৌথভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যানজটের প্রধান কারণ সড়কে অতিরিক্ত টমটম চলাচল। তাই টমটম চলাচল স্বাভাবিক করতে লাইসেন্স বিহীন টমটম গুলোকে শহরের বাইরে পাঠানো হবে। শুধু মাত্র পৌরসভার নিবন্ধনকৃত টমটম গুলো শহরে চলাচল করতে পারবে। এসব টমটম চিহ্নিত করার জন্য চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয়পত্র দেয়া হচ্ছে। আর নির্দেশনা না মেনে লাইসেন্স বিহীন টমটম শহরে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে পোষাক ও পরিচয়পত্র সকলকে প্রদান করা হবে। সেই সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে চালকদের । কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরসহ টমটম মালিক ও চালকরা।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...