প্রকাশিত: ১৬/০৫/২০২০ ৯:৪৭ এএম
Single Page Top

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় নিন্ম আয়ের একলক্ষ ৫ হাজার পরিবারকে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) খাদ্য সহায়তা দেবে। এর মধ্যে রোহিঙ্গা শরনার্থী আগমনে প্রত্যক্ষভাবে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হিসাবে উখিয়া ও টেকনাফে ৩৫ হাজার এবং জেলার বাকী ৬টি উপজেলায় মোট ৭০ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেবে।

কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ কামাল হোসেনের অনুরোধে জাতিসংঘের অংগ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এ খাদ্য সহায়তা দিতে সম্মত হয়েছে।

শুক্রবার ১৫ মে আইএসসিজি, ডব্লিউএইচও, বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এবং আইওএম এর কক্সবাজারস্থ প্রতিনিধিদের সাথে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাঁর কার্যালয়ে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জাতিসংঘ (ইউএন) এজেন্সি গুলোর সাথে আরো সমন্বয় বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়। বিশেষত কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে হোস্ট কমিউনিটির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তার জন্য তাদের অভিনন্দন জানানো হয়।

সভায় অংশ নেওয়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি জানান, বর্তমানে চলমান মাননীয় প্রধানমন্ত্রীর আড়াইহাজার টাকা উপহারের উপকারভোগীর তালিকা যাচাই-বাছাই ও মোবাইল ব্যাংকিং এ অর্থ প্রদান শেষ হলেই বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর খাদ্য সহায়তা পেতে উপকারভোগীদের তালিকা তৈরির কাজ শুরু হবে। তবে ১০ কেজি’র চাল ও ভিজিডি প্রাপ্তদের বাদ দিয়ে ইউএনও-দের মাধ্যমে করোনা সংকটে অসহায় হয়ে পড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে বলে জানান, এডিএম মোহাঃ শাজাহান আলি। এছাড়া কোভিড ১৯ এর সংক্রমণ প্রতিরোধে কিভাবে আরো নিবিড় ভাবে কাজ করা যায়, এনিয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও জাতিসংঘের সংস্থা সমুহের প্রতিনিধিদের সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান এডিএম মোহাঃ শাজাহান আলি।

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer