প্রকাশিত: ০৮/০৫/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ এএম

নিউজ ডেস্ক::
ঢাকা উত্তর সিটি করপোরেশনের শূন্য পদে নির্বাচন স্থগিতের পর এবার গাজীপুর সিটি নির্বাচনেও তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। এমন পরিস্থিতি চলতে থাকলে ক্ষমতাসীনদের স্বার্থে ভবিষ্যতে দেশের জাতীয় নির্বাচনও বন্ধ করে দেয়া হতে পারে বলে মনে করেন সং‌বিধান প্র‌ণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের কনফা‌রেন্স লাউঞ্জে জাতীয় নির্বাচন স্থগিতের আগাম আশঙ্কা প্রকাশ করে ড. কামাল বলেন, ‘ভবিষ্যতে সব নির্বাচন ব্যবস্থাই স্থগিত হয়ে যায় কিনা! গাজীপুরের নির্বাচন কিভাবে বন্ধ করে দেয়া হল? তারা (সরকার) আলামত পেয়েছিলো সুষ্ঠু নির্বাচন হলে ১০ শতাংশ ভোটও পাবেন না। এজন্যই নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। কেননা তারা জেনে গেছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না।’

‘সর্বগ্রাসী লুণ্ঠন বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে ধ্বংস করছে’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

সংগঠনের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, ‘ঈদের পরে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে। সেখান থেকেই জাতীয় ঐক্যের ডাক দেয়া হবে। আমাদেরকে এই সময়ের মধ্যে নিজেদের সুসংগঠিত করতে হবে। জেলায় জেলায়, থানায় থানায় নির্দিষ্ট করতে হবে কাকে আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবো।’

ড. কামাল হো‌সেন ব‌লেন, ‘এ দেশের মালিক জনগণ, দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আমাদের তো প্রতিবাদ করার কথা ছিলো। সামনে একটা নির্বাচনের কথা হচ্ছে, আপনারা আর বসে থাকবেন না।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধিকে দেখেছি এক রকম আর এখন অনির্বাচিত প্রতিনিধিকে দেখেছি আরেক রকম। এখন যারা আছেন তারা আসলে নিয়োগ করা চাকর।’

বঙ্গবন্ধুর জীবনীর প্রসঙ্গ তুলে এ সংবিধান প্রণেতা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) ক্ষমতায় গিয়ে ভোগবিলাস করেননি, নিজেকে জনগণের জন্য উৎসর্গ করেছিলেন। অথচ আজ চার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। কিন্তু তা ফিরিয়ে আনার কোনও লক্ষণ নেই।’

আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ঘরে ঘরেই বেকার রয়েছে, প্রতিবছর বেকারের সংখ্যা বাড়ছে। এটাকে দ্রুত কমাতে হবে। দেশের পরিবর্তন করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’

ডকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘এই সর্বগ্রাসী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐক্য প্রক্রিয়া কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের আগে যে সরকার ছিলো আর এ বিনাভোটের সরকারের মধ্যে কোনও পার্থক্য নেই। এটা মহাজোটের সরকার নয়, এটা মহালুটের সরকার।’

তিনি আরও বলেন, ‘আগের সরকারের সময় দুর্নীতি ছিলো। তখন ছিলো হাওয়া ভবন, এখন হইছে খাওয়া ভবন। বিদেশেও নাকি এখন তার শাখা হয়েছে।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঞ্চলনায় আরও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার মহাসচিব আ ব ম মোস্তফা আমিন ও আবদুল জলিল প্রমুখ।

উল্লেখ্য, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার (৬ মে) সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে জিসিসি’র ভোটে স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে জারি করা প্রজ্ঞাপন এবং ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-২) উপসচিব, ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসক, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারকে রুলের জবাব দিতে হবে।

এর পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার (৭ মে) দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল করেন গাজীপুরে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। আওয়ামী লীগের পক্ষ থেকে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার কথা দলীয় সূত্রে জানানো হয়েছে।

এর আগে গত ১৭ জানুয়ারি পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে রুলসহ রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুর পর ডিএনসিসি’র শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...