প্রকাশিত: ২১/১২/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৬ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা জসিম উদ্দিন নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার শিশু কন্যা জেসমিনকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারছি না। জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় এই সমস্যা হচ্ছে।
জেসমিনের মতো বিভিন্ন শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবক এখন এই কারণে ক্ষুব্ধ। একই অবস্থা চাকরি প্রত্যাশী ও বিদেশে গমনেচ্ছুদের। তারা জন্মসনদ না পাওয়ায় বিড়ম্বনার মুখে পড়ছেন।

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা পুরো কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রোহিঙ্গাদের অনেকেই দালালের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করার প্রমাণ পাওয়া যায়। ফলে এই অঞ্চলের জন্মনিবন্ধন সনদ প্রদান সাময়িক বন্ধ রাখা হয়। এতে কক্সবাজারের আট উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা অত্যাধিক সমস্যার মুখে পড়েছে।
আসছে নতুন বছরে অভিভাবকরা তাদের সন্তানদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন। এর মধ্যে জন্মনিবন্ধন না মেলায় বিপাকে পড়েছেন তারা। তাই জরুরি ভিত্তিতে জন্মনিবন্ধন সনদ প্রদান ফের শুরু করতে অভিভাবকসহ সাধারণ মানুষ দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আজ বুধবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে প্রথম শ্রেণিতে ভর্তি হতে বয়স নির্ধারণে জন্মনিবন্ধন সনদ অত্যাবশ্যক।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, জন্মনিবন্ধন সনদ পরে দেওয়ার শর্তে আপাতত ভর্তি করানো হচ্ছে। তবে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, জন্ম নিবন্ধন ছাড়া কোনো শিশু শিক্ষার্থী ভর্তি করা সম্ভব নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরেও লোক নিয়োগ চলছে। তাতেও জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় অনেক চাকরি প্রত্যাশী আবেদন করতে পারছে না।
জানতে চাইলে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, প্রতিদিনেই অসংখ্য মানুষ পরিষদে ভিড় করছে জন্মনিবন্ধন সনদ নিতে। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর জন্মনিবন্ধনের পাসওয়ার্ড বন্ধ রাখায় এই সনদ দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহে পাসওয়ার্ড খুলে দেওয়ার কথা থাকলেও আজ বুধবার পর্যন্ত তা বন্ধ ছিল। তাই লোকজনকে জাতীয়তা সনদ দিতে পারলেও জন্মনিবন্ধন সনদ দেওয়া সম্ভব হচ্ছে না।
বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়া চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ন কান্তি দাশ বলেন, পাসপোর্টের আবেদন করতেই প্রয়োজন হচ্ছে জন্মনিবন্ধন সনদ। এই সনদ সংগ্রহ করতে একাধিকবার পৌরসভায় ধর্না দিলেও বন্ধ রয়েছে দাবি করে জন্মসনদ দেওয়া হয়নি।
এ ব্যাপারে চকরিয়ার পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে সরকারিভাবে জন্মনিবন্ধন সনদ প্রদান বন্ধ রাখায় আমাদের পক্ষে এই সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অনলাইনে যারা নিবন্ধিত রয়েছেন তাদের টু কপি দেওয়া হচ্ছে। তবে অতিসত্বর জন্মনিবন্ধন সনদ প্রদান চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, এই সমস্যা অচিরেই কেটে যাবে। জানতে পেরেছি চলতি মাসের শেষের দিকে জন্মনিবন্ধন সনদ প্রদান চালু করতে পাসওয়ার্ড ফের খুলে দেওয়া হবে।

পাঠকের মতামত

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...