প্রকাশিত: ১৬/১১/২০১৮ ৭:২০ পিএম

উ্রখিয়া নিউজ ডেস্ক::
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আটক ৮ এনজিও কর্মীকে পুনরায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বিচারক সত্যব্রত শিকদারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলো- সাফওয়ানুর রহমান, সুলতান মাহমুদ, নজরুল ইসলাম,আবু তাহের, ইলিয়াস মৃধা, আশরাফুল আলম, হাসনাইন ও কামরুল।

গত ৯ নভেম্বর আসামিদের ছয় দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালত।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রত্যক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। আর আসামিপক্ষের আইনজীবী শামসুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, স্মল কাইন্ডনেস বাংলাদেশ এনজিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়। এটি পাকিস্তান, তুরস্ক, ফিলিপাইন, কানাডা, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইসলাম ভিত্তিক সংস্থা থেকে অনুদান সংগ্রহ করে।

এছাড়াও এএনজিও কর্মীরা বিভিন্ন অ্যাপসের সাহায্যে যোগাযোগ করতো।

প্রসঙ্গত, ৭ নভেম্বর বুধবার রাতে মিরপুর ডিওএইচএস-এ ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ এনজিও অফিসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

পাঠকের মতামত

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ...

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...