প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৮:১২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইতিহাসে প্রথমবারের মতো প্রক্টররিয়াল বডিতে মহিলা সদস্য নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ে মহিলা হিসেবে প্রথম সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা। বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

এছাড়া লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুবও সহকারী প্রক্টর হিসেবে যোগধান করেছেন বলে জানান তিনি।

এদিকে প্রথমবারের মতো প্রক্টরিয়াল বডিতে মহিলা সদস্য নেয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সামাজিক মাধ্যমে স্বাগত জানাচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা।

প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সানজিদা স্বপ্নীল বলেন, আমাদের জন্য আজকে দিনে সবচেয়ে ভালো সংবাদ প্রথমবারের মতো প্রক্টররিয়াল বডিতে নারী সদস্য যোগ হওয়া। কারণ মেয়েদের কিছু অভ্যন্তরীণ বিষয় থাকে যেগুলো মহিলা সদস্য ছাড়া সঠিকভাবে সমাধান করা সম্ভব হয়ে উঠে না।

পাঠকের মতামত

সাইবার বুলিংয়ের বিষয়ে  আইনি পদক্ষেপ নেবেন ডাকসু প্রার্থী কক্সবাজারের জুমা

ফাতিমা তাসনিম জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ...