প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৯:৫১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক ডিন, গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের (৬০) মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির তার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া নয়া দিগন্তকে জানান, ‘এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুও কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’
অধ্যাপক আবুল কালামের গ্রামের বাড়ী চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় থাকতেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ড. আবুল কালাম আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিল না বলে পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন। তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসায় ফিরে স্বামীর মরদেহ ঝুলে থাকতে দেখেন।
অধ্যাপক আবুল কালামের স্ত্রী অধ্যাপক ড. শাহানারা বেগমও একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বলেন, নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের মৃতদেহ ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছি।
ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম জানান, ‘মঙ্গলবার তাকে নিজের বিভাগ গণিত বিভাগেও দেখা যায়নি।’
পুলিশ কর্মকর্তা মোকাদ্দেছ বলেন, ‘ময়নাতদন্ত শেষে জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।’
পারিবারিক সুত্রে জানাগেছে, তিনি বেশ কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করছেন এবং ফুসফুস সমস্যায় ভুগছেন, প্রায় ১ মাস ঢাকা সিএমএইচ চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে তার সহকর্মী, ছাত্র-ছাত্রীরা বাসায় ভিড় জমায়।
সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...