প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৯:৫১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক ডিন, গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের (৬০) মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির তার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া নয়া দিগন্তকে জানান, ‘এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুও কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’
অধ্যাপক আবুল কালামের গ্রামের বাড়ী চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় থাকতেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ড. আবুল কালাম আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিল না বলে পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন। তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসায় ফিরে স্বামীর মরদেহ ঝুলে থাকতে দেখেন।
অধ্যাপক আবুল কালামের স্ত্রী অধ্যাপক ড. শাহানারা বেগমও একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বলেন, নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের মৃতদেহ ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছি।
ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম জানান, ‘মঙ্গলবার তাকে নিজের বিভাগ গণিত বিভাগেও দেখা যায়নি।’
পুলিশ কর্মকর্তা মোকাদ্দেছ বলেন, ‘ময়নাতদন্ত শেষে জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।’
পারিবারিক সুত্রে জানাগেছে, তিনি বেশ কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করছেন এবং ফুসফুস সমস্যায় ভুগছেন, প্রায় ১ মাস ঢাকা সিএমএইচ চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে তার সহকর্মী, ছাত্র-ছাত্রীরা বাসায় ভিড় জমায়।
সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

পাঠকের মতামত

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...