ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৩/২০২৫ ২:৫৩ পিএম

পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাক কেড়ে নিল মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামের এক ব্যক্তির প্রাণ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেট সম্মুখে এ ঘটনা ঘটে।

নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মৌলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, তিনি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় স্থানীয়া তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মৌলানা এস এম বোরহান উদ্দিন জানান, তিনি সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান যান।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, দুর্ঘটানার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...