প্রকাশিত: ২১/০৫/২০১৮ ৭:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৯ এএম

মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালত জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক ও মহাসড়কে দাঁড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রাক জব্দ করেছে।

 

এসময় চার জুয়াড়িকে সাতদিন করে কারাদন্ড ও জব্দকৃত দুটি ট্রাককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

 

সোমবার ২১ মে দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালীতে এ অভিযান চালান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ, উপস্থিত ছিলেন।

 

চকরিয়া উপজেলা প্রশাসনের অফিস সহকারী রতন পাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশসহ উপজেলার খুটাখালীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়।

 

এসময় মহাসড়কে দাঁড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রাকও জব্দ করা হয়। পরে ৪ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে তারা তাদের দোষ স্বীকার করায় ৭দিন করে কারাদন্ড দেয়া হয় এবং দুটি ট্রাককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...