প্রকাশিত: ২৭/০৫/২০১৮ ৯:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ এএম

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ায় ভুয়া স্মার্টকার্ড প্রস্তুতকারী তথ্য প্রযুক্তিগত প্রতারণার অভিযোগে নুরুল ইসলাম (১৯)নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। আটক যুবক নুরুল ইসলাম উপজেলার ডুলাহাজারা ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার আমিরুজ জামানের পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ওই যুবকের বসতবাড়ি থেকে তাকে আটক করে।ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের নাম ভাঙ্গিয়ে জনগণকে প্রতারণার মাধ্যমে ভুয়া স্মার্ট কার্ড প্রাদানের দায়ে থানায় অভিযোগ করেন তার ওয়ার্ডের মেম্বার ফখরু উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে,ডুলাহাজারা এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য নারী পুরুষের কাছ থেকে হাতের আঙ্গুলের ছাপ ও আইডি কার্ড নিয়ে তাদের প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে এবং বিভিন্ন জনের নামে সিম তুলে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করে আসছে। তার এ বে-আইনি ও প্রতারনামূলক কাজে আরো ৪-৫ জন জড়িত রয়েছে বলে স্থানীয় সুত্রে জানায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফখরু উদ্দিন বলেন, এলাকায় ভুয়া স্মার্টকার্ড তৈরি করে মানুষকে প্রতারণার অভিযোগে নুরুল ইসলাম নামের যুবককে আটক করা হয়েছিল।ঘটনার পরদিন এমন কাজ আর করবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার রাতে ভুয়া আইডি কার্ড বানাচ্ছে এমন অভিযোগে ডুলাহাজারা ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যান এক যুবককে আটক করে থানায় সোপর্দ করে।পরদিন আবার তাকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় জনপ্রতিনিধিরা।

পাঠকের মতামত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...