প্রকাশিত: ৩০/০৩/২০২০ ১:৪২ পিএম

মাহাবুবুর রহমান.
চলমান করোনা পরিস্থিতির কারনে কক্সবাজার সহ সারা দেশ এখন লকডাইন অর্থাৎ সব কিছু বন্ধ তাই নানান কারনে জেলার নামিদামী প্রাইভেট হাসপাতাল গুলোও অনেকটা কার্যত বন্ধ আর কোথাও চেম্বার করছেনা বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফলে গত কয়েক দিনে মৌসুমি নানান রোগে আক্রান্ত হওয়া সাধারণ রোগিরা কোন বিশেষজ্ঞ চিকিসকের দেখা যাচ্ছেনা তাই এখন গ্রাম ডাক্তাররাই একমাত্র ভরসা। জেলার বিভিন্ন উপজেলাতেও খোঁজ নিয়ে জানা গেছে এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া যাচ্ছেনা। তবে সার্বক্ষনিক খোলা আছে গ্রাম ডাক্তারদের চেম্বার তাই যে কোন স্বাস্থ্য সেবানিতে এখন গ্রাম ডাক্তাররাই একমাত্র ভরসাস্থলে পরিনত হয়েছে। এ ব্যপারে কক্সবাজার গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ বলেন,জেলায় প্রায় ১ হাজারের বেশি গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসক সার্বক্ষনিক মানুষের সেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে জেলার সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান জানান,বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া যাচ্ছেনা এই কথা সঠিক না,প্রতিটি উপজেলা এবং জেলা হাসপাতালে সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে। জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান বলেন,জেলা শহরের বেশ কয়েকজন ডাক্তার হোম কোয়ারেন্টাইনে আছে,আর যারা আছে তারা নিয়মিত চেম্বার করলেও রোগি নাই। মুলত যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকার কারনে মানুষ আসতে পারছেনা। আমার জানা মতে বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...