প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৩ এএম

ফারুক আহমদ, উখিয়া::

জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি, উখিয়া ডিগ্রী কলেজ ও রাজাপালং ফাজিল মাদ্রাসা ছাত্রদলের নির্বাহী কমিটি সভা শুক্রবার (০৬ জুলাই) ২০১৮, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরফাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাশেল। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে সাজানো মামলায় বর্তমান ফ্যাসিবাদী সরকার কারাগারে অন্যায় ভাবে আটক রেখে আরো একটি প্রহসনমূলক নির্বাচনের পায়তারা করছে। ছাত্রদলের নিবেদিত কর্মীরা জিয়ার আদর্শের বলিয়ান হয়ে খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার সরকারের পতন আন্দোলনে ইস্পাত কঠিনের মত আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রবিন ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন। শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরফাত হোসেন চৌধুরী।

বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রিদুয়ান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাইহানুল ইসলাম চৌধুরী, খাইরুল আমিন, মোর্শেদুল হক ভুট্টু, জালিয়াপালং দক্ষিণ শাখা সভাপতি শাহেদ, রাজাপালং দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, হলদিয়াপালং দক্ষিণ শাখার আহ্বায়ক রাশেল মাহমুদ, জালিয়াপালং উত্তর শাখার আহ্বায়ক মোহাম্মদ নোমান, উখিয়া ডিগ্রী কলেজের সদস্য সচিব ইয়াছিন, রাজাপালং মাদ্রাসার সাধারণ সম্পাদক জিয়াউল হক রানা। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এমএইচ তারেক রনি, পালংখালী ছাত্রদলের সভাপতি জিহাদ হোসেন টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে ফারুক চৌধুরী, মাহবুবুল আলম সাকু, আব্দুল মাজেদ, ইউনুছ চৌধুরী, মোহাম্মদ তারেক, নুরুল আলম ওয়াহিদ, উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোহাম্মদ মোরাদ, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আল-মামুন, সদস্য মোহাম্মদ মির্জান, রিয়াদ চৌধুরী ও মিজবাহ উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...