প্রকাশিত: ০১/০৬/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ এএম

নিউজ ডেস্ক::
উখিয়া কোর্টবাজারস্থ সোনারপাড়া সড়কে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সষস্ত্র লাঠিয়াল বাহিনীর সদস্যরা এ সময় দোকান ভাং চুর সহ মালামাল নষ্ট ও টাকা লুটপাট করেছে। বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় (৩১ মে) এ ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানাযায়, তুচ্ছ ঘটনার জের ধরে রুমখাঁ কুলাল পাড়া গ্রামের ৩০/৩৫জন যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কোর্টবাজার সোনার পাড়া সড়কে খাইরু কুলিং কর্নার নামক দোকানে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের হামলার শিকার হন মৃত গুরামিয়া সওদাগরের পুত্র ছাবের আহাম্মদ (৫২) তার পুত্র আবছার (২৬) দোকানের মালিক খাইরুল হক (২৫) ও তার ভাই জিয়াউল হক জিয়া (২৮)।
ছাবের আহাম্মদ ও খাইরুল হক অভিযোগ করে বলেন কোলাল পাড়া গ্রামের চিহ্নিত উৎশৃঙ্খল যুবক লাঠি, লোহার রড় ও ধারালো চুরা নিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। শুধু তাই নই দোকানে ভাং চুর চালিয়ে মালামাল নষ্ট ও নগদ টাকা লুট পাট করে।
উখিয়া থানার ডিউটি অফিসার জানান দু পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি ...

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...