প্রকাশিত: ১৩/০৪/২০১৭ ৭:১০ এএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::

ইসলামাবাদের খোদাইবাড়ী এ.জি লুৎফুল কবির আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ২৮তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছালে কোন মানুষ পথভ্রষ্ট হবে না। সঠিকভাবে কোরআন-হাদিস অধ্যয়ন করলে মানুষ হত্যার মত ঘৃণ্য কাজ কোন ব্যক্তিই করবে না। পৃথিবীতে যে জাতি যতবেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। কক্সবাজার-রামু হবে শিক্ষার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। স্বাধীনতার ৪৭ বছরে এ কক্সবাজার-রামুতে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে মাত্র ২৭টি। অথচ তার শাসনামলের ৩ বছরের মধ্যেই ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। তিনি বৃহত্তর ঈদগাঁওর একমাত্র ডিসি সড়ক, চৌফলদন্ডী-কক্সবাজার সড়কসহ গ্রামে-গঞ্জের সড়ক-উপসড়কের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আগামী দুয়েক সপ্তাহের মধ্যেই কবি নুরুল হুদা সড়ক, বাঁশঘাটা ব্রীজের দ্রুত কাজ শুরু হবে। বিগত সময়ের সংসদ সদস্যদের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের শাসনামলে বছরের ১২ কোটি টাকার কোন কাজ এলাকায় করেনি। কিন্তু তিনি সদর ও রামুকে ভাগ করে ইতিমধ্যে ২০ কোটি টাকার কাজ করেছেন। জাতীয় সংসদের এ শ্রেষ্ঠ বক্তা বলেন, অবহেলিত এ নারী শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ১৭টি কম্পিউটার দিয়েছি। আলিম স্তরে উন্নীত করতে যা যা প্রয়োজন তা তিনি করে দেবেন। ১২ এপ্রিল সকালে মাদ্রাসা মাঠে পরিচালনা কমিটির সভাপতি লুৎফুল কবির নিকুর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা আবদুর রহমান আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আ.লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি। উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ছৈয়দ আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আলহাজ¦ জসিম উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক মেম্বার বশির আহমদ, দারুসসালাম একাডেমীর শিক্ষক তৈয়ব জালাল, সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এম. এনামুল হক এনাম, যুবলীগ নেতা নাছির উদ্দীন জয়সহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলকে ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ছৈয়দ। পরে বার্ষিক সভার পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করা হয়।

পাঠকের মতামত

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...

ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জালিয়াতি করে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের প্রভাব বলয় কাজে লাগিয়ে কোটি কোটি টাকা মূল্যের ব্যক্তি ...