ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১০:২৯ এএম

বান্দরবান থেকে রুমা-থানচি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে মা‌লিক সমিতি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বান্দরবান-থানচি সড়কে চলাচলকারী বাসগুলো থেকে বাৎসরিক চাঁদা দাবি করে পাহাড়ি সন্ত্রাসীরা। ওই সময় প্রায় তিন-চার দিন বাস চলাচল বন্ধ ছিল। চাঁদা না দেওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় রুমার রিঝুকপাড়ায় স্থানীয় যুবক উহ্লা চিং মার্মাকে (৩৫) গুলি মেরে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় উত্তেজিত হন স্থানীয়রা। বর্তমানে সশস্ত্র সন্ত্রাসী বা‌হিনীর সদস‌্যদের বি‌ভিন্ন স্থা‌নে মহড়া দিতে দেখা যাচ্ছে। এতে আতঙ্কিত হ‌য়ে নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ নম্বর রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, ‘রুমায় এখন রাস্তায় রাস্তায় কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সদস্যরা টহল দিচ্ছে। মানুষজনকে হুমকি ও মারধর করছে। এ কারণে রুমা থেকে বান্দরবান সড়‌কে কোনো বাস চলছে না।’

বান্দরবান -রোয়াংছড়ি-রুমা-থানচি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘রবিবার সকাল থেকে বান্দরবান, বাঘমারা ও রোয়াংছড়ি সড়‌কে বাস চলাচল স্বাভাবিক আছে। ত‌বে রুমা ও থানচি স্টেশন থেকে সকাল থেকে কোনো বাস ছেড়ে আসেনি।’ লাইনম‌্যা‌নের বরাত দি‌য়ে তি‌নি ব‌লেন, ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বাস চালাতে নিষেধ করেছে; তাই বাস চলাচল বন্ধ রয়েছে।’

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘রুমা থেকে বান্দরবানে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’ অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘থানচি সড়কে সন্ত্রাসীদের অস্ত্রসহ মহড়া দেওয়ার খবর শোনা যায়‌নি। তবে সম্প্রতি রুমায় এক বিচ্ছিন্ন ঘটনার কারণে নিরাপত্তার জন‌্য বাস চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্টরা

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...