প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ৪:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৫ পিএম

সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
গত ১৩ জুন রাতে উখিয়া উপজেলার কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা সলিমের লাশ বালুখালী খাল থেকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। রবিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় জনতা বালুখালী খালে সলিমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ১৩ জুন রাতে আল ইয়াকিন নামক জংগী সংগঠনের নেতা জাবের,আব্দুল হাকিম,ইউনুচ,নুর কামাল,নুরুল ইসলাম,শামশুল আলম সহ অন্যান্যরা কুতুপালং রেজিষ্টাড ক্যাম্প ও আনরিজিষ্টার্ড ক্যাম্প থেকে অস্ত্র ঠেকিয়ে মারধর পূর্বক আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের যুগ্ন সম্পাদক মোঃ আইয়ুব ও রেডিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আলী আহামদের পুত্র সলিমকে মারধর পূর্বক অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে যায়। বিষয়টি ক্যাম্প কমিটির পক্ষ থেকে উখিয়া থানা পুলিশকে অবহিত করার পর থানা পুলিশ তৎপরতা চালালেও সন্ত্রাসীদের ধরতে বা অপহরণকৃতদের উদ্ধার করতে ব্যার্থ হয়। অবেশেষে সলিম লাশ পাওয়া গেল। এখনো নিখোঁজ রয়েছে মোহাম্মদ আইয়ুব। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুতুপালং আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু সিদ্দিক বলেন,দুপুর ১২ টার দিকে স্থানীয় জনগন বালুখালী খালে একটি লাশ দেখতে পায়,পরে সলিমের পিতা আলি আহামদ পুত্রের লাশ শনাক্ত করে। বিকাল সাড়ে ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের এস আই মাহবুব ও এস আই কালাম এসে লাশ নিয়ে গেছে। এ ব্যপারে উখিয়া থানার ওসি আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম ৪৪ ...

আরাকান বিদ্রোহীর গুলিতে বাংলাদেশী যুবকের মৃ’ত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ...