প্রকাশিত: ২৫/০২/২০১৭ ৯:৫৮ পিএম

কুয়ালালামপুর: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামের হত্যাকারী সন্দেহে এক ইন্দোনেশীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য তাকে ৯০ ডলার দেয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সিতি আইসা (২৫)।

সিতি আইসা জানিয়েছেন, ধোকাবাজির একটি অনুষ্ঠানে (প্রাঙ্ক) অংশ নেবার কথা বলে তাকে দিয়ে কাজটি করানো হয়। আর এজন্য তাকে ৯০ ডলারের সমপরিমাণ ৪০০ মালয়েশিয়ান রিঙ্গিত দেয়া হয়।

তিনি আরো জানান, তাকে বলা হয়েছিল- ধোকাবাজি হিসেবে এক যাত্রীর মুখে ‘বেবি অয়েল’ মেখে দিতে হবে। কথা মতোই তিনি কাজটি করেছেন।

সিতি আইসা জানান, তিনি কিম জং-নামকে চিনতেন না এবং বেবি অয়েলের পরিবর্তে তার হাতে যে বিষ দেয়া হয়েছিল সেটিও জানতেন না।

শনিবার দুপুরে কুয়ালালামপুরে ইন্দোনেশিয়া দূতাবাস কর্মকর্তাদের এসব কথা বলেন তিনি।

সিতি আরো জানান, একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের অংশ হিসেবে কিম জং-নামের মুখে বেবি অয়েল ছুঁড়ে মারার জন্য অগ্রিম ওই অর্থ দেয়া হয়েছিল।

মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, কিম জং-নামের মুখে ছোঁড়া হয়েছে ‘ভিএক্স’ নামে এক ধরনের শক্তিশালী রাসায়নিক; যা মানুষের শরীরের স্নায়ুতন্ত্রকে মুহূর্তে অকার্যকর করে দেয়। জাতিসংঘ এটিকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করে।

গত ১৪ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিং কক্ষে দুজন মহিলা কিম জং-নামের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ হয়। এর কিছু পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান ৪৫ বছর বয়সী কিম জং-নাম।

ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে যে, এই আক্রমণের পিছনে রয়েছে উত্তর কোরিয়া। যদিও দেশটি দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...