প্রকাশিত: ০৯/১১/২০১৮ ১২:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারসহ বাংলাদেশের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক শরণার্থীর মধ্য থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবার প্রস্তাব দিয়েছিল কানাডা। তবে বাংলাদেশের পক্ষ থেকে সে ব্যাপারে এখনো আগ্রহ দেখানো হয়নি। এ কথা জানিয়েছেন কানাডার কর্মকর্তারা। খবর আল-জাজিরার।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রথম দফা প্রত্যাবাসন শুরুর কথা রয়েছে। গত মে মাসে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বাংলাদেশ সফরের সময় বিপদাপন্ন কিছু সংখ্যক রোহিঙ্গা নেওয়ার প্রস্তাব রেখেছিলেন। তারা বলছেন, ওই প্রস্তাব এখনো বহাল রয়েছে।

উখিয়ায় পাওয়া যাচ্ছে দেশি ও অভ্যন্তরীণ বিমানের সব টিকিট

নাম প্রকাশে অনিচ্ছুক কানাডার এক কর্মকর্তা বলেন, ফ্রিল্যান্ড বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশী কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করবে।

ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মধ্যস্থতায় দুই সরকারের মধ্যে আলোচনা চলছে।

এদিকে, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার তদন্তকারীরা বাংলাদেশকে দেশটিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, প্রত্যাবাসিত রোহিঙ্গারা নিপীড়িত হওয়ার উচ্চ-ঝুঁকিতে রয়েছে।

রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সতর্ক করেছেন। বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত নারীরা কানাডায় প্রত্যাবাসিত হলে সুবিধা পাবেন।

সাবেক ডাচ কূটনীতিক লায়েতিতিভা আসসুম বলেন, এই পরিস্থিতিতে এটাই মানবিক পদক্ষেপ। তিনি বলেন, যদি কোন বিশেষ গোষ্ঠীর জন্য সীমিত প্রত্যাবাসনের সুযোগ থাকে তাহলে বাংলাদেশের আবারও চিন্তা করা উচিত ও ভিসা অনুমোদন দেওয়া উচিত।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...