প্রকাশিত: ০৫/১২/২০১৮ ৪:১২ পিএম

নিউজ ডেস্ক::
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামিকে আসন্ন জিসিসি সম্মেলনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দেয়া খবরে বলা হয়, আগামী ৯ ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে কাতারের বেড়িয়ে যাওয়ার ঘোষনার একদিন পরই এ আমন্ত্রণ জানানো হল। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। কাতারের পক্ষ থেকে এ আমন্ত্রণ পত্র গ্রহণ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। জিসিসির মহাসচিব এ আমন্ত্রণ পত্র তুলে দেন। তবে এখনো শেখ তামিম সৌদি আরবে যাবেন কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি।
২০১৭ সালের জুনে, সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলো কাতারের বিরুদ্ধে সর্বাÍক অবরোধ ঘোষণা করে।

অবরোধকারী দেশগুলোর সবাইই জিসিসির সদস্য রাষ্ট্র। তারা কাতারকে আকাশ, ভ’মি ও সাগরপথে অবরুদ্ধ করে রেখেছে। সৌদি জোটের দাবি কাতার সন্ত্রাসীদের সাহায্য ও আশ্রয় দিচ্ছে। একইসঙ্গে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্টের অভিযোগও আনা হয় কাতারের বিরুদ্ধে। কিন্তু এ সকল অভিযোগ অস্বীকার করে যাচ্ছে কাতার। গত বছর জিসিসি সম্মেলন কুয়েতে অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে, সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা না গিয়ে শুধু মন্ত্রীদের পাঠায়। এবারের সম্মেলন নিয়ে কুয়েত আশা প্রকাশ করেছে যে, সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা আসন্ন জিসিসি সম্মেলনে অংশ নেবেন। কুয়েতসহ বেশ কয়েকটি রাষ্ট্র কাতারের সঙ্গে সৌদি-আমিরাত জোটের স¤পর্কোন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু সৌদি আরব ও আরব আমিরাত সরকার ¯পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কাতারের সঙ্গে স¤পর্কোন্নয়নের কোনো ইচ্ছে তাদের নেই। তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করলে কিছুটা নমনীয় অবস্থান নেয় দেশটি।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...