সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির কারণে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে। যেকোনও সময়ে ...
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। সত্তর বছর বয়সী এই ব্যক্তি প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানান, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।দুপুরে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো জানান, করোনাভাইরাসে নতুন করে আরো চার ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে করোনা লক্ষণ উপসর্গ মৃদু।
‘এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। যারা চিকিৎসাধীন, তারা মোটামুটি সুস্থ আছেন। তাদের মধ্যে এক ব্যক্তির উচ্চ রক্তচাপ। আরেকজন আগে স্ট্রোক করেছেন। ’
তিনি আরো বলেন, আইসোলেশনে ১৬ ব্যক্তিকে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২ ব্যক্তিকে।
পাঠকের মতামত