প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৬:৪২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সম্প্রতি গনজমায়েত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ জুন এদের মৃত্যু হয়। মারা যাওয়া ২ জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৮ বছর। সে ক্যাম্প-১০ এর বাসিন্দা।অপরজনের বয়স ৭০ বছর। সে ক্যাম্প-৭ এর বাসিন্দা। মারা যাওয়া এ ২জন সহ মোট ৩ জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।

বিষয়টি অতিরিক্ত আরআরআরসি ও একই অফিসের মুখপাত্র (উপসচিব) সামছু দ্দৌজা জানিয়েছেন। তিনি আরো জানান, মারা যাওয়া একজনের টেস্ট রিপোর্ট আগে থেকেই পজেটিভ ছিলো। অপরজন মারা যাওয়ার পর গত ৮ জুন রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন আছেন।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...