প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৮:৪৪ পিএম

করোনাভাইরাস থেকে সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

তিনি বলেন, রিটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া, দেশের সাধারণ জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে করোনা শনাক্তে ডায়াগনস্টিক সুবিধা ও চিকিৎসা সেবা এবং সঠিক কোয়ারেন্টাইন বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

রিটে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, জনপ্রশাসন ও তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক এবং আইইডিসিআরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে চলতি সপ্তাহের যেকোনো দিন শুনানি হতে পারে বলে রবিন জানান।

এর আগে গত বৃহস্পতিবার জনস্বার্থে আইনি নোটিশ পাঠান এ আইনজীবী।

নোটিশে বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকরা নিজ কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে করোনায় জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আবশ্যক। কিন্তু উক্ত বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রদক্ষেপ গ্রহণ না করায় এ নোটিশ প্রেরণ করা হয়।

তবে ইতোমধ্যে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে আরেকটি রিট ও সেই রিটের প্রেক্ষিতে আদেশ হওয়ায় তাদের ব্যাপারটি এ রিটে বাদ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী রবিন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা ...

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির ...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ...